Sunday, February 2, 2014

এসএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র


 মো. সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ
উত্তরা, ঢাকা
বই পড়া
১। ভাষা-সংস্কৃতি ও জীবনবোধের বিকাশের জন্য দরকার-
ক. স্বাধীনতা খ. সুশিক্ষা
গ. সাহিত্যচর্চা ঘ. আন্দোলন
২। শিক্ষকের সার্থকতা কিসে?
ক. শিক্ষাদানে
খ. শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়
গ. ক্লাস নেওয়ায়
ঘ. পরীক্ষায় পাসের কৌশল শেখানোয়
৩। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
ক. খেলাধুলা খ. উদরপূর্তি
গ. লেখাপড়া ঘ. বই পড়া
৪। কোন মৃত্যুর নিবন্ধন রাখা হয় না?
ক. আত্মার খ. দেহের
গ. মানুষের ঘ. মনের
৫। মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না?
ক. জীবন খ. মনুষ্যত্ব
গ. বিবেক ঘ. আত্মা
৬। মনগঙ্গার তোলা জল কোনটি?
ক. ধর্মীয়শাস্ত্র খ. দর্শন, বিজ্ঞান
গ. নীতিশাস্ত্র ঘ. সাহিত্যচর্চা
৭। যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার?
ক. বই পড়া
খ. লাইব্রেরি প্রতিষ্ঠা
গ. মনের প্রসারতা বাড়ানো
ঘ. সাহিত্যচর্চা
৮। লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য প্রথমে কোন কাজটি করাতে হয়?
ক. সরকারের অনুমোদন
খ. অর্থ সংগ্রহ
গ. বিত্তবানদের নিয়ে মিটিং করা
ঘ. লাইব্রেরি সম্পর্কে জনমত তৈরি
৯। অর্থের ওপর লোলুপ দৃষ্টি কাদের?
ক. শিক্ষিত সমাজের
খ. ডেমোক্রেসির গুরুদের
গ. সাহিত্যচর্চা থেকে বঞ্চিত লোকদের
ঘ. অশিক্ষিত লোকদের
১০। 'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।'- উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
ক. গণতন্ত্রের কুফল
খ. রোগের প্রসার
গ. সুস্বাস্থ্য
ঘ. চিকিৎসা
১১। 'বই পড়া' প্রবন্ধের সাথে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মিল আছে-
ক. উপমা প্রয়োগের দিক থেকে
খ. নামকরণের দিক থেকে
গ. বিষয়বস্তুর দিক থেকে
ঘ. ভাষাশৈলীর দিক থেকে
১২। 'বই পড়া' প্রবন্ধে 'দাতাকর্ণ' বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. বিদ্যাদাতাদের
খ. স্বশিক্ষিতদের
গ. অভিভাবকদের
ঘ. রামায়ণের ধনের দেবীকে
১৩। 'উদ্বাহু' কথাটির অর্থ কী?
ক. আহ্লাদে হাত গুটানো
খ. ঊর্ধ্ব বাহু
গ. ঊর্ধ্ব আয়
ঘ. ঊর্ধ্ব হাত
১৪। 'ভাঁড়েও ভবানী' কথাটির অর্থ কী?
ক. রিক্ত খ. প্রাচুর্য
গ. অলসতা ঘ. পরিশ্রমী
১৫। 'গতাসু' শব্দের আভিধানিক অর্থ-
ক. মরণশীল খ. গতানুগতিক
গ. মৃত ঘ. গতকাল
১৬। আমাদের সমাজে এমন অনেক মা আছেন, যারা শিশুসন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোকেই মনে করেন-
i. শিশুকে বাঁচানোর উপায়
ii. শিশুর বলবৃদ্ধির উপায়
iii. শিশুর মোটা হওয়ার উপায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. ii ও iii
১৭। শিক্ষা দূর করবে-
i. বেকারত্ব, দরিদ্রতা
ii. গায়ের জ্বালা, চোখের জল
iii. ব্যথা বেদনা, অন্ধকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও ii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
সাকিব পাঠ্য বইয়ের একটি প্রবন্ধ পড়ে জেনেছে, প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। তাই সে নিজের আগ্রহ ও চেষ্টায় শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
১৮। সাকিবের এই উদ্যোগ গ্রহণকে বলা হয়-
i. সুশিক্ষা
ii. স্বশিক্ষা
iii. প্রকৃত শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
দশম শ্রেণীর ছাত্রী সীমা। গৃহশিক্ষক প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্ন নোট করে দিয়েছেন। সীমা এ প্রশ্নগুলো মুখস্থ করে পরীক্ষা পাস করতে চায়।
১৯। শিক্ষার্থী সীমার নোট মুখস্থ করা নির্দেশ করে-
i. আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা
ii. শিক্ষার্থীর পরীক্ষাকালীন পূর্ব প্রস্তুতি
iii. আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii
গ. i ও iii ঘ. ii ও iii
মানুষ মুহম্মদ (সা.)
২০। 'মরুভাস্কর' গ্রন্থের রচয়িতা কে?
ক. মুহম্মদ এনামুল হক
খ. কাজী নজরুল ইসলাম
গ. মীর মশাররফ হোসেন
ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী
২১। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. সওগাত
খ. মাসিক মোহাম্মদী
গ. শিখা
ঘ. দীন ইসলাম
২২। বহুলোক মহানবীর (সা.) বাড়িতে জমায়েত হয়েছিলেন-
ক. মৃত্যুর খবর শুনে
খ. পীড়ার খবর শুনে
গ. হিজরতের খবর শুনে
ঘ. মক্কায় প্রবেশের খবর শুনে
২৩। কার গম্ভীর উক্তিতে সবার চৈতন্য হলো?
ক. হজরত ওমর (রা.)
খ. হজরত আবু বকর (রা.)
গ. হজরত আলী (রা.)
ঘ. হজরত মুহাম্মদ (সা.)
২৪। 'কিন্তু তিনি মানুষ' হজরত মুহম্মদ (সা.) সম্পর্কে এই কথাটি কার?
ক. আবু বকরের (রা.)
খ. ওমরের (রা.)
গ. আয়েশার (রা.)
ঘ. উম্মে মা'বদের
২৫। 'মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন।'- উক্তিটি কে করেছেন?
ক. হজরত আবু বকর (রা.)
খ. হজরত উমর (রা.)
গ. হজরত আয়েশা (রা.)
ঘ. হজরত আলী (রা.)
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০.ঘ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. গ

1 comment:

  1. আপনার পোস্টটি অনেক ভাল হয়েছে। শিক্ষার্থীদের অনলাইনে মডেল টেস্ট দেওয়া এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে নেওয়ার SSC Model Test
    Education for SSC Students খুবই উপকারী হবে বলে আমার মনে হয়। এমনকি সকলের পড়াশুনার সুবিধার জন্য অনলাইন ইডুকেশণ খুবই উপকারে আসবে।

    ReplyDelete