Thursday, January 9, 2014

খুব সহজে Tag Question শিখুন [Part 1]

Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া, অর্থাৎ কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রতার সমর্থন চেয়ে বাক্যে যা জুড়ে দেয়া হয় তাই Tag question বা টেগ ।
একটা উধাহরন দেখেন ।


সেমিথ্যাবাদী, তাইনয়কি?
এখানে প্রথম বাক্য হল আমার বক্তব্য “সে মিথ্যাবাদী” আর দ্বিতীয় বাক্যটি হলো প্রথম বাক্যটি সঠিক কিনা তা যাচাই করার জন্য শ্রোতার কাছে সমর্থন আদায়ের বাক্য, “তাই নয় কি?”।
“তাই নয় কি?” বলার পর শ্রোতা “হ্যাঁ” বা “না” যে কোন একটা উত্তর দিবে।
এই যে সমর্থন আদায়ের জন্য আমি যে বাক্যটা জুড়ে দিলাম  তাই কিন্তু tag অংশ।
আচ্ছা ! বলোতো!  আমি যে অংশ জুড়ে দিলাম তা কোন ধরনের বাক্য ?  হ্যাঁ অবশ্যই এটা প্রশ্ন বোধক একটা অংশ, এই জন্যই এটা কে Tag question বলে, অর্থাৎ জুড়ে দেয়া প্রশ্ন।টেগ Question করার প্রধান নিয়ম ৩ টা বাকি ২ টা নিয়ম প্রাসঙ্গিক আছে। নিয়মগুলা জানার আগে আমরা কিছু basic ধারনা নিয়ে নেই।
সাহায্যকারিverb কি?
Am,is,are,was,were,been,have,has,had,shall, should , will,would,can,could,may,might,do,did,done, need,ought,must,dare.
এগুলা হল Auxiliary verb (সাহ্যকারি ক্রিয়া)এগুলাকে অবশ্য operator ও বলা হয়। এগুলা অবশ্যই মুখস্থ করতে হবে। এবার আসল নিয়ম আলোচনা করি।
লক্ষ করঃ
                                      He is a lair, isn’t he?
এখানে ২ টা অংশ। He is a liar একটা অংশ আর isn’t he ? আরেকটা অংশ ।
কয়েকটা নিয়ম দেখোঃ
1)  Tag question এর প্রথম অংশ হ্যাঁ বোধক হলে দ্বিতীয় অংশ অবশ্যই না বোধক হবে। আর প্রথম অংশ না বধক হলে দ্বিতীয় অংশ অবশ্যই হ্যাঁ বোধক হবে।সহজে বলতে পারি এভাবেঃ  হ্যাঁ হলে না আর ,না হলে হ্যাঁ।

2)  প্রথম অংশে auxiliary verb থাকলে ঐ auxiliary verb টা দ্বিতীয় অংশে চলে যাবে। এর যদি প্রথম অংশে auxiliary verb না থেকে মুল verb থাকে তবে মুল verb এর রুপ অনুযায়ী দ্বিতীয় অংশে DO verbটা বসবে। মুল verb Present হলে Do এর present রুপ past হলে past রুপ বসবে।
3)  প্রথম অংশের প্রথমে (এটা মুলত subject, আমি এভাবে বললাম) বেক্তি বা বস্তুর নাম হলে,ঐ বেক্তি বা বস্তুর পুরিবর্তে দ্বিতীয় অংশে তার (সর্বনাম) Pronoun বসবে। আর প্রথম অংশে যদি আগে থেকেই সর্বনাম থাকে তাইলে দ্বিতীয় অংশে আর পরে নতুন কোন সর্বনাম যোগ করার দরকার নাই, অইটাই বসিয়ে দিতে হয়।
এখন আসেন উধাহরন দেই।
A story is told by him, isn’t it?
  • এখানে প্রথম অংশে A story হল বস্তুর নাম তাই দ্বিতীয় অংশে It  অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • এখানে প্রথম অংশে Is মানে auxiliary verb আছে তাই দ্বিতীয় অংশে ঐ is টাই এসেছে। অর্থাৎ আমাদের 2য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • আরেকটা হল এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।
আরেকটা উদাহারন দেইঃ
Birds can’t swim, can ___ they?
  • এখানে প্রথম অংশে Birds হল বস্তুর নাম তাই দ্বিতীয় অংশে they অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • এখানে প্রথম অংশে can মানে auxiliary verb আছে তাই দ্বিতীয় অংশে ঐ can টাই এসেছে। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • আরেকটা হল এখানে প্রথম অংশ না বোধক তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।
আরেকটা উদাহারন দেইঃ
A Barking Dog seldom bites, does ___ it ?
  • এখানে প্রথম অংশে A Barking Dog হল বস্তুর নাম তাই দ্বিতীয় অংশে it অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • এখানে প্রথম অংশে bites মানে মুল verb আছে তাই দ্বিতীয় অংশে do বসেছে, কিন্তু কোন রুপে বসেছে? মুল verb এর যে রুপ ঐ রুপেই বসেছে।মুল verb হল present রুপে এবং এতে “es” যুক্ত আছে তাই আমরা do এর সাথে “es” যুক্ত করে does বানালাম। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • আরেকটা হল এখানে প্রথম অংশ না বোধক তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল। এখন তুমি প্রশ্ন করবে যে কই এখানে ত কোন না বোধক শব্দ দেখতে পাচ্ছি না তাইলে না বোধক হল কি করে। আসলে কিছু কিছু শব্দ যা সব সময় না বোধক। যেমনঃ
Verb এর শেষে s বা es যুক্ত হওার নিয়ম আগে আলোচনা করা হইছে
Never, hardly, seldom, rarely, scarcely, few, little etc তাই এখানে প্রথম বাক্যে not না থাকার পরও বাক্যটি না বোধক।
Please see next part...........
Earning Tips

No comments:

Post a Comment