Sunday, January 12, 2014

খুব সহজে Tag Question শিখুন [Part 2]

 

শব্দের শেষে ৩ টা কারনে s বস্তে পারে

১.বহু বচন বানানর জন্য। যেমনঃ boy থেকে boys
২.Present indefinite tense এর verbএর subject যদি third person singular number হয়।
৩. কোন শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য s ব্যবহার হয়। যেমনঃ boy’s school (এই s এর আগে অবশ্যই একটা Apostrophe ( ‘ ) দিতে হয় )









আবার আরেকটা উধাহরন দেই
He played, didn’t (do not) he?
  • এখানে প্রথম অংশে He হল  সর্বনাম (pronoun), যেহেতু প্রথম অংশেই pronoun বসেছে তাই দ্বিতীয় অংশেও সেইম এই He টাই বসবে অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।{এই বাক্যটা যদি এমন হত তাইলে টেগ বাক্যটা কেমন হত বল তো “Rizwan played, didn’t he?”}
  • এখানে প্রথম অংশে Played মানে মুল verb আছে তাই দ্বিতীয় অংশে do বসেছে, কিন্তু কোন রুপে বসেছে? মুল verb এর যে রুপ ঐ রুপেই বসেছে।মুল verb হল past রুপে তাই আমরা do এর past রুপ did বসালাম। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • আরেকটা হল এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।
আর কিছু উধাহারন দেখঃ
They have not arrived yet, have they?
  • এখানে প্রথম অংশে they হল  সর্বনাম (pronoun), যেহেতু প্রথম অংশেই pronoun বসেছে তাই দ্বিতীয় অংশেও সেইম এই they টাই বসবে অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • এখানে প্রথম অংশে arrived মানে মুল verb আছে আবার auxiliary verb “have”ও আছে। এখন প্রশ্ন হল টেগ বাক্যে আমরা কি করব ? Do বসাব না have বসাব? আসলে কি জানো ! auxiliary verbএর শক্তি বেশি তো তাই do না বসিয়ে have বসাতে হবে। অর্থাৎ এমন যদি হয় যে auxiliary verb ও আছে আবার মুল verbও আছে তখন আমরা ঐ auxiliary verbটা বসাব। এখানে প্রথম অংশে have মানে auxiliary verb আছে তাই দ্বিতীয় অংশে ঐ have টাই এসেছে। অর্থাৎ আমাদের ২য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • আরেকটা হল এখানে প্রথম অংশ না বোধক তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।
আবার আরেকটা উদাহারন দেখাই:
They have a car, don’t they?
  • এখানে প্রথম অংশে they হল সর্বনাম (pronoun), যেহেতু প্রথম অংশেই pronoun বসেছে তাই দ্বিতীয় অংশেও সেইম এই they টাই বসবে অর্থাৎ আমাদের ৩য় নিয়মটা এখানে প্রযোজ্য হল।
  • এখানে প্রথম অংশে have এসেছে, এই have verb টা কি auxiliary ? না এটা আসলে মুল verb। এখন প্রশ্ন হল কিভাবে বুঝব যে কোনটা মুল verb আর কোনটা auxiliary verb, তাইনা ? হ্যাঁ, এর উত্তর হল যদি auxiliary verb এর পর কোন মুল verb না থাকে তাইলে ঐ auxiliary verbটাই মুল verb এর মত কাজ করবে তাইলে এখানে আমাদের ২য় নিয়মটা প্রযোজ্য হল।
    {এই বাক্যে have কে যদি আমি মুল verb না ধরে auxiliary verb হিসাবে বিবেচনা করি তাইলে tag question টা হবে “They have a car, haven’t they?” এটাও ঠিক আছে, ভুল না!(এই নিওমে করা ভাল তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তাইনা !)}
  • আরেকটা হল এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক। অর্থাৎ আমাদের ১ম নিয়ম প্রযোজ্য হল।
এইপর্যন্তপ্রধাননিয়মগুলোআলোচনাকরাশেষ।এখনআমরাবেতিক্রমীনিয়মআলোচনাকরবো।
  1. প্রথম অংশে Let us হলে দ্বিতীয় অংশে “Shall we” হবে । এখানে  উপরের কোন নিয়ম প্রযোজ্য হবে না । যেমনঃ Let us go to school, shall we?
  2. Imperative sentence এর ক্ষেত্রে will you হবে। এখানে উপরের কোন নিয়ম প্রযোজ্য হবে না । যেমনঃ Let me go, will you? এখন প্রশ্ন হল imperative sentence (আদেশ,অনুরোধ বাচক বাক্য) বুঝব কি ভাবে ? imperative sentence চেনার সহজ উপায় হল বাক্যের শুরুতে verb থাকবে। তাহলে অন্য কথায় বলা যায় প্রথম অংশের বাক্যের শুরুতে verb থাকলে দ্বিতীয় অংশে will you বসাব। মনে রাখতে হবে যে let-ও কিন্তু একটা verb। দাঁড়াও আরেকটা জিনিস বলা হয় নাই। let us এর ক্ষেত্রে এই নিয়ম হবে না যেহেতু এর জন্য আরেকটা নিয়ম আমি আগে উল্লেখ করেছি।
Tag question লেখারনিয়ম
  1. শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে।
  2. ছোট হাতের অক্ষরে শুরু  করতে হবে।
{এই নিওমগুলার ভুলের কারনে আমাদের পরিক্ষায় নাম্বার কাটা হয়}
সতর্কিকরন
  1. Anything, something, nothing এর পরিবর্তে দ্বিতীয় অংশে it বসে। (খেয়াল রাখবে সবগুলার শেষে কিন্তু thing আছে)
  2. Anyone, no one, every one, some one. (খেয়াল রাখবে সবগুলার শেষে কিন্তু one আছে)Everybody, somebody, nobody (খেয়াল রাখবে সবগুলার শেষে কিন্তু body আছে) এর পরিবর্তে দ্বিতীয় অংশে they বসে.
  3. Rizwan’s going to school এই বাক্যের মূলরূপ হল Rizwan is going to school. তাই পরীক্ষকরা আমাদেরকে চিন্তায় ফেলার জন্য এমন বাক্য দিবেন। খেয়াল রাখতে হবে। একই ভাবে
He’s gone (gone এই p.p form দেখে বুঝতে হবে যে এর আগে has আছে) = He has gone
He’s going (going এই -ing form দেখে বুঝতে হবে যে এর আগে is আছে) = He is going
  1. Tag question যেহেতু কথা বার্তায় বেশী বেবহার হয় তাই এগুলার কিছু সংক্ষিপ্ত রুপ আছে। নিচে কিছু দেখানো হলঃ
He’d= he should / would
Let’s=let  us
Isn’t=is not
Aren’t=are not
Won’t=will not
Shan’t= shall not
কার যদি এগুলা সংক্ষিপ্ত করতে সমস্যা হয় তাইলে  সংক্ষিপ্ত করার দরকার নাই। কারন তখন ভুল হওয়ার সম্ভাবনা বেশী থাকে।
-The End

No comments:

Post a Comment